ছেলেরা মেয়েদের বুকের উপর তাকায় কেন?
তার মধ্যে সবাই নিজের ইচ্ছাকৃত ভাবে তাকায় না, মনের অজান্তেই চোখ সেখানে চলে যায়।
আর যারা নিজেদের ইচ্ছায় তাকায়, তাদের উদ্দেশ্য ও বলবো। এসব নজরে শুধু আপনার চোখ নয় মনটা ও খারাপ হয়ে যাবে। আমি বলবো না আপনি খারাপ। হয়তো যৌবনের জ্বালা এরকম হয়। আপনার ভিতর যদি যৌবন না থাকতো তাহলে। কেউ জোর করে আপনাকে ঐখানে তাকে পারতো না।
তার পরে ও নিজেকে এসব থেকে দূরে রাখতে হয়।
কারণ আল্লাহ পাক আমাদের জন্য পবিত্র স্ত্রী রেখেছেন।
স্ত্রী দিকে তাকিয়ে থাকলে আপনার কোন বাধা নেই।
রাস্তায় মহিলা সামনে আসলে
এবং কোন যায়গায় চোখ চলে যায় অনেকে ভেবে নেয়। ছেলেটার চরিত্রে দোষ আছে।
মনে রাখা ভালো শুধু ছেলেদের দোষ থাকে না।
অনেক মহিলাদের ও থাকে।
কারণ তারা রাস্তায় বের হলে কাপড় চোপড় এর কোন ঠিক থাকে না।
এই জন্য রাস্তার পুরুষ মানুষ গুলো খারাপ পথে চলে যায়।
মহিদের উদ্দেশ্যে বলবো আপনারা কাপড় চোপড় ঠিক করে চলা ফেরা করুন।
কারণ এতে সমাজের জোবক ছেলে গুলোর অনেক ভালো হবে।
আর এমন ভাবে রাস্তায় চললে ছেলেরা আপনার বুকের উপর তাকাবে না শুধু আপনাকে ধর্ষণ করার চেষ্টা ও করবে, এতে করে বদনাম হবে সমস্ত পুরুষ জাতির।
তাই অবশ্যই রাস্তা ঘাটে যেখানে ঐ যান বুকের উপর কাপড় দিয়ে যান।
দয়াকরে কেউ খারাপ চোখে দেখবেন কথা গুলো।