রোমান্টিক ভালোবাসার ছন্দ কষ্টের
ভালোবাসার কষ্ট মনে হয়
ছেলেরাই বেশি পায়
কারণ তারা একটুতেই
সত্যি কারের ভালোবেসে
ফেলে । তার জন্য তাদের কষ্ট পেতে হয়।
প্রেমের ছন্দ কষ্টের
পাঁচ বছর প্রেম করার
পর যখন
প্রেমিকা হটাৎ করে বলে,
তুমি আমার কেউ না
আমি অন্য কাউকে বিয়ে
করেফেলছি'
ভুলে যাও আমাকে,
আমি ও ভুলে গেছি তোমাকে ।
ভালোবাসার ছন্দ কষ্টের এসএমএস
রুপের অহংকার করো না।
এই রূপ তোমার যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। তাই রুপ নিয়ে অহংকার না করাই উত্তম তোমার জন্য।
নতুন ছন্দ কষ্টের
কাউকে মন থেকে ভালোবেসে
ফেললে,
এতো সহজেই তাকে মন থেকে
সরিয়ে দেওয়া যায় না।
কারণ সে মনের ভেতর যায়গা
নিয়ে নেয়, তখন আর কিছু করার
থাকে না।
ছন্দ কষ্টের পিক
কাউকে মিথ্যা ভালোবেসে খুশী না করে
সত্য বলে কাঁদালে ও ভালো।
কারণ প্রথম সত্যি বললে সে
একদিন কাঁদবে আর পরে জানলে
সে সারাজীবন কাঁদবে।