স্বামী স্ত্রীর ভালোবাসার গল্প
একজন দ্বীনদার স্ত্রী হচ্ছে স্বামীর সব থেকে বড় সম্পদ। যা শুধু একজন দ্বীনদার স্বামীই বুঝতে পারবে।
মানুষ দ্বীনদার স্ত্রী খুঁজে অথচ নিজে সেই অনুযায়ী দ্বীনের উপর চলতে চায় না।
সব থেকে উত্তম স্ত্রী হলো সে
যে তার স্বামীর হুকুম মতো চলে
এবং স্বামীর সমস্ত আবদার মিঠায়।
স্বামী স্ত্রী ভালোবাসা নিয়ে উক্তি
স্বামীর হুকুম মতো চলা স্ত্রীদের দায়িত্ব
পৃথিবীতে একজন নারীর সব থেকে বেশি
সম্মান থাকে তার স্বামীর কাছে।
তার জন্য সব সময় স্বামীকে খুশি রাখুন। স্বামী খুঁশি অবস্থায় কোন স্ত্রী লোক মৃত্যুবরণ করলে, সে জান্নাতী!
উত্তম স্ত্রী হলো সেই!
যার দিকে তাকিয়ে স্বামী আনন্দিত হয়।
স্বামী কোন আদেশ নিষেধ করলে তা মেনে চলে।
অভিনয় মিথ্যা ভালোবাসা
পৃথিবীতে বেশিরভাগ নারী সুখ খুঁজে টাকায়। তার জন্যে তাদের সংসার বেশি দিন স্থায়ী হয় না।
নারী সুখ খুঁজে টাকায় অথচ আল্লাহ পাক তার সুখ শান্তি দিয়ে রেখেছেন তার স্বামীর কাছে।
যে স্ত্রী তার স্বামীকে টাকার জন্য ভালোবাসবে।
তার সংসার জীবনে কখনো সুখ শান্তি আসবে না।
নারীদের নিয়ে উক্তি
হ্যাঁ নারী চাইলে একজন পুরুষের চরিত্রে কলঙ্কের বোঝা চাপিয়ে দিতে পারে। আবার খারাপ পথে নিয়ে যেতে পারে। নারী চাইলে আবার তার বিপরীত ও করতে পারেন।
একজন নারী যদি চায়?
একজন পুরুষকে খারাপ পথে প্রবাহিত করতে ও পারে। আবার চাইলে তাকে ভালো পথে ফিরে নিয়ে আসতে ও পারে।