ঈদ মোবারক স্ট্যাটাস
আল্লাহ পাক তাদের মনে এমন খুশি ও আনন্দ রেখেছেন, যারা এক এক করে আল্লাহর দেয়া সমস্ত রোজা গুলোকে, আল্লাহর রাজি-খুশির জন্য রেখেছেন।
এর ফল আল্লাহ পাক তার নিজ হাতে দিবেন বান্দাকে।
ঈদের খুশি আমি পেয়েছি, কারণ আমি ও আল্লাহর জন্য সব গুলো রোজা রাখতে পেরেছি।
রোজার পুরস্কার যদি মানুষ গুলো দেখতে পেতেন তাহলে দুনিয়ার সমস্ত কিছু ছেড়ে রোজা গুলোকে পূরণ করতেন।
আল্লাহ পাক আমাদের রোজা রাখার তৌফিক দিন, রোজা কি বুঝার তৌফিক ও দিন। আমিন
জীবন যুদ্ধ গল্প.com
পুরাতন কাপড় পরিধান করে ঈদ করা লজ্জার নয়।
লজ্জাতো রোজা গুলোকে না রেখে ঈদ করা।
ঈদ মোবারক 2023
হে আল্লাহ আমাদের সকলকে ঈদ এর আনন্দ দান করুন আমীন।
পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে ঈদের নতুন জামা কাপড় কেনার তৌফিক দান করুন আমীন।
আমি দেখেছি রোজা গুলোকে না আদায় করে আমার ঈদে একটুও শান্তি আসে না।
রোজা গুলোকে আদায় করে ঈদ করলে এমন আনন্দ আর কখনো হয় না।
জীবন যুদ্ধ গল্প.com
হে আল্লাহ
রমজান চলে যাচ্ছে, জানিনা রোজা গুলোকে তোমার কাছে কবুল করতে পেরেছি কি-না.
আর এই লজ্জার মুখ নিয়ে কি ভাবে ঈদ করবো, আল্লাহ আমাদের ক্ষমা করে, মনে ঈদ এর খুশি দিন, আমিন।