প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে (সূরা ইমরান ১৮৫)
প্রতিটি মূহুর্তে মানুষের হায়াত কমছে, মানুষ তা বুঝে ও না বুঝার ভান ধরে। তাতে কি হবে, মৃত্যুর থেকে বাঁচতে পারবে।
গতকাল একজন দ্বীনদার মুরুব্বি লোক আমার কাছে এসেছে। তিনি প্রায় সময় দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমার কাছে আসে। উনি আমাকে এমন ভাবে বললো, আমি শুধু বলতে চেয়েছিলাম রমজান মাস শেষের দিকে। উনি আমার কথার জবাবে বললেন: তুমি রমজান মাস শেষ হয়ে যাচ্ছে ভাবছো, অথচ আমাদের হায়াত ও শেষ হয়ে যাচ্ছে। এদিকে কোন খেয়াল নেই। মৃত্যু আমাদের খুব নিকটে, তাই যতো বেশি নেক আমল করতে হবে।
আল্লাহর রাস্তায় সময় দিতে হবে, তা'নাহলে আল্লাহ ভেজার হবে। তখন আমাদের কোন উপায় থাকবে না।
মুরুব্বির কথায় খুব চিন্তা করলাম আমাদের সত্যি খুব বেশি বেশি নেক আমল করতে হবে। কখন মৃত্যু চলে আসে কেউ যানে না।
পৃথিবীতে কেউ চিরকাল বেঁচে থাকতে পারবে না। সময় হলে এক এক করে সবাইকে বিদায় নিতে হবে 😭
মানুষ যতোই চায় মৃত্যু থেকে সরে দাঁড়ানোর, মৃত্যু ততোই তার কাছে আসতে থাকে। মৃত্যু কাউকে ছাড়-দেয় না, এই স্বাদ সবার গ্রহণ করতে হবে।
রমজান মাস সত্যি চলে যাচ্ছে, যানি না জীবন আর কোন রমজান মাস পাবো কি'না, আল্লাহ্ অতীত এর ভুল গুলো ক্ষমা করে দিয়ে জাহান্নাম থেকে মুক্তি দিন ও জান্নাত দান করুন। আমীন
এইতো গতকাল দ্বীনের পথে দাওয়াত দেওয়া একজন মুরুব্বি লোক আমার কাছে আসলো।
আমাকে কিছু সময় দ্বীনের পথে দাওয়াত দেওয়ার পর। আমি তাকে বললাম রমজান মাসতো চলে যাচ্ছে? আমার কথায় তিনি উত্তর: দিলেন শুধু রমজান নয় আমাদের হায়াত ও শেষ হয়ে যাচ্ছে।
كُلُّ نَفْسٍ ذَآىِٕقَةُ الْمَوْتِ ؕ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ।