কষ্টের জীবন নিয়ে কিছু কথা
পকেট শূন্য থাকলে পৃথিবীর সমস্ত আরাম-আয়েশ থেকে বঞ্চিত হবেন। পৃথিবীর সমস্ত সুখ-শান্তি গুলো আপনার কাছ থেকে সরে পরবে, পৃথিবীর মানুষ গুলোর থেকে কখনোই সম্মান ও ভালোবাসা পাবেন না, চার দিক থেকে ঘিরে আসবে দুঃখ ও কষ্ট, পৃথিবীর কোন স্থানে আপনার যায়গা হবে না, আর হলে ও শুধু গোরস্থানে। যেখানে পৃথিবীর সমস্ত কিছু ত্যাগ করে যেতে হয়।
টাকা পয়সা ধন-সম্পদ থাকলে পরিবার ও বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সবাইকে খুশি করা যায়, সবাই ভালোবাসে, সম্মান করে, জীবনে সুখ শান্তি গুলো ধরা দেয়।
মানুষ সারা জীবন দিয়ে দেয়, ধন-সম্পদ অর্জন করতে করতে, আর সামান্য কিছু ভুল ত্রুটির জন্য সব কিছু হারিয়ে নিঃস্ব হতে হয়।
খালি পকেটে রাস্তায় বের হলে বুঝা যায় পৃথিবীটা কতটা কঠিন, কতটা স্বার্থপর, কতটা কষ্টের। 😭
পকেট শূন্য থাকলে পৃথিবীর সমস্ত কিছুই পর হয়ে যায়।
কষ্টের ভালোবাসার গল্প
পৃথিবীতে কষ্ট থেকে যতোটাই চাইবেন পালাতে ততটাই আপনাকে কষ্ট ঘিরে ধরে বসবে। কষ্ট জিনিসটা খুব ভয়ংকর, যতোবার আসে ভিতরের সব কিছু তসনস করে দিয়ে যায়।
এই কষ্টের জীবন থেকে মুক্তি পাওয়ার আর কোন রাস্তা আমার যানা নেই।
যতটাই বাচতে চাই এই কষ্ট থেকে ততটাই সে আমাকে ধরে রাখে।
সেই কবে সুখ নামের জিনিসটা আমার কাছে এসেছে আমার যানা নেই।
মাঝে মাঝে মনে হয় এই কষ্টের সাথে আমার রক্তের সম্পর্ক, তাই শরীরের প্রতিটি শিরায় শিরায় মিশে আছে সে, তার জন্য সে আমাকে ঘিরে ধরে আসে।
মানুষ যতোটাই চায় কষ্ট থেকে বেঁচে থাকার?
ততটাই কষ্ট তাকে ঘিরে ধরে।
ততটাই কষ্ট তাকে ঘিরে ধরে।
আর ভালোবাসা যতটাই চায় মানুষ ততটাই দূরে চলে যায়।
খুব কষ্টের ভালোবাসার গল্প
পৃথিবীর সবচেয়ে কষ্ট দেয় আপন মানুষ গুলো, নিজের আপন-জনরা যখন কষ্ট ও দুঃখ দিতে থাকে, ঠিক তখনই বাহিরের মানুষ গুলো নুনের ছিটা দিয়ে আরো কষ্ট গুলো বাড়িয়ে দেয়।
বাহিরের মানুষের কষ্ট সহ্য করা যায় কিন্তু নিজের ঘরের মানুষের কষ্ট গুলো সহ্য করা খুব কঠিন হয়ে পড়ে।
যা সবাই সহ্য করতে পারে না।
পৃথিবীতে ধোঁকা ও কষ্ট আপন লোক গুলোই বেশি দিয়ে থাকে।
আর বাহিরের মানুষ গুলোতো
এ দেখে হাসি -ঠাট্টা নিয়ে পরে থাকে।