বল্টুর মজার গল্প
কেল্টু আর বল্টু😁
কেল্টু কিছুতেই চাকরি
পেল না। তাই সে একটা
ক্লিনিক খুলে বাইরে লিখে দিল ৫০০
টাকায় যেকোন রোগের
চিকিৎসা করানো হয়।😊
চিকিৎসা না হলে ১ হাজার টাকা ফেরৎ!
এখন বল্টু ভাবলো
১ হাজার টাকা
ইনকাম করার ১টা
দারুণ সুযোগ...
তাই সে সেই ক্লিনিকে
গেল আর বলল
আমার কোন জিনিষ খেলে কোন স্বাদ পাই না ।🥺
কেল্টু : নার্সকে বলল, ২৫
নাম্বার বক্স থেকে
ওষুধ বার করে তিন ফোটা খাইয়ে দিন।
নার্স খাইয়ে দিল।
বল্টু : আরে, ওয়াক থু!🤮
এটা তো প্রসাব
কেল্টু : অভিনন্দন..
দেখলেন,আমাদের ক্লিনিকের
কামাল। আপনি
টেস্টটা জিভে তেই
পেয়ে গেলেন। এবার আমাকে
আমার ৫০০ টাকা ফী দিয়ে ভাগুন।😆
কিন্তু বল্টু বিষন চালাক-চতুর । ভাবল, একে টাইট
দিতেই হবে, আর
পয়সাটাও উঠাতে হবে।🙄
তাই আবার কয়েকদিন
পর সে সেই ক্লিনিকে
এলো আবার।
ডাক্তার– সাহেব,
আমার স্মৃতিশক্তি কমে
গেছে । কিছুই মনে থাকে না।🥹
কেল্টু : – নার্স,
বল্টুকে সেই ২৫
নাম্বার বক্স থেকে তিন
ফোটা খাইয়ে দিন।“
বল্টু : কিন্তু ডাক্তারবাবু, ওটা তো
স্বাদ ফিরে পাওয়ার ওষুধ।
কেল্টু : দেখলেন তো ওষুধ
খাওয়ার আগেই আপনার স্মৃতিশক্তি
ফিরে এসেছে। দিন আমার ৫০০ টাকা।😐
এবার বল্টু বেশ
রেগে বাড়ি গেল আর
আবার কয়েকদিন পর
ক্লিনিকে এসে বলল
ডাক্তারবাবু, আমার
দৃষ্টিশক্তি একেবারেই কমে
গেছে, সবই খুব ঝাপসা
দেখি!!🥲
কেল্টু : – “এই রোগের
কোন ওষুধ আমাদের কাছে
নেই,, এই নিন, আপনার ১০০০ টাকা।
বল্টু : কিন্তু এটা তো ৫০০
টাকার নোট।
কেল্টু : বাহ! আপনার দৃষ্টিও ফেরৎ
এসে গেছে। দিন আমার ৫০০ টাকা।
দিয়ে তারাতাড়ি এখান থেকে ভাগুন!🏃♂️🤣
#বল্টু_এখন_পথের_ভিখারি 🥹🤣🤣