মজার গল্প ফেসবুক
আম্মুর সাথে শপিং এ যাওয়ার জন্য বায়না ধরেছি। আম্মু কিছুতেই রাজি হচ্ছে না। আম্মু বললো," বর্ণা, একদম জেদ করবে না।
আমরা বের হলে একটা না একটা কান্ড
ঘটবেই। ফ্লোরে গড়াগড়ি দিয়ে কান্না করতে
লাগলাম। অবশেষে রাজি হলো । কিছু জামাকাপড় কেনার জন্য একটা দোকানে ঢুকলাম।
দোকানদার লোকটা কেমন যেন করছে। এখানে ঢালমে কুচ কালা হ্যায়। আম্মু জামা পছন্দ করতে লাগলো।
একটু পর দোকানের লোকটা আমায় কিছু টা দূরে নিয়ে গিয়ে আম্মুকে দেখিয়ে বললো,"আপামণি আপনার সাথে যিনি এসছে ওনাকে বিয়ে দিবেন একটা ভালো পাত্র আছে।"
ওরে আল্লাহ এ বেডা কি কয় । I am তো বেহুঁশ ।
লোকটার সাথে কথা বলছি দেখে আম্মু ডাক দিলো ।
আমি গিয়ে বললাম, আম্মু অন্য দোকানে চলো!"
লোকটি বলল,"উনি আপনার আম্মু হয়?"
আমি বললাম,জ্বি হ্যাঁ। আমার বাবার ১৮ বছরের ব্যক্তিগত বউ।"
এটা শুনে লোকটা অজ্ঞান হয়ে গেছে । সবাই মিলে হাসপাতালে নিয়ে গেলো।
-------------------------------------------------------------
অন্য দোকানে গিয়ে শপিং শেষ করে আমি আর আম্মু বাসায় ফিরছিলাম।পথে একটা ছেলে হঠাৎ ডাক দিলো.....
ছেলেঃএই যে ম্যাডাম শুনছেন!
আমিঃআমায় বলছেন?
ছেলেঃজ্বি আপনাকে বলছি। আপনি দেখতে খুব সুন্দর। আপনার নামটা জানতে পারি?
আমিঃনাম জেনে কি কাজ?
ছেলেঃজানার খুব ইচ্ছে।আপু আপনার নাম্বার টা দেওয়া যাবে?
আম্মুঃওনার নাম্বার দিয়ে কি করবেন?
ছেলেঃপ্রেম করবো। ওনাকে ভাল্লাগছে।
আম্মুঃপ্রেম করবেন আবার আপুও ডাকছেন। আপুর সাথে প্রেম করা যায়?
ছেলেঃনা মানে সরি।আপু বলা ঠিক হয় নি
আম্মুঃযাক গে।আমায় আপু ডাকেন নাই।তাই আমার নাম্বার নিতে পারেন।
ছেলেঃআপনার নাম্বার দিয়ে আমি কি করবো?
আম্মুঃওর সাথে যা করতে চাইলেন।
ছেলেঃনা মানে আমি তো আপনার বান্ধবীকে পছন্দ করেছি
আম্মুঃওহহহহ । আমার বান্ধবীকে পছন্দ হয়েছে। ঠিক আছে আপনি তাহলে বান্ধবীর বাবার নাম্বার নিন।
ছেলেঃওনার বাবার নাম্বার আপনার কাছ থেকে নেবো কেন?
আম্মুঃআসলে সম্পর্কে আমি আমার বান্ধবীর বাবার একমাত্র বউ হই কিনা তাই।
ছেলেঃ👀👀 আসসালামুয়ালাইকুম আন্টি বলে দিলো দৌড়।
এদিকে ছেলেটা চলে যাওয়ার পর আম্মু বলল,"চলো বান্ধবী বাসায় চলো "
আমি : 🙄🙄🙄
****সমাপ্ত****