পুরানো মজার গল্প
- বাবু খাইছো?
- আমাকে বাবু বইলো না। বাবু আমার বাবার ডাকনাম
- ওকে বেবি।
- বেবি আমার মায়ের নাম।
- ওকে। ডোন্ট ওরি। চিল সুইটি।
- বা'ল! সুইটি আমার ভাতিজির নাম। তুমি আমাকে বিউটিফুল, পরী এইসব বলে ডাইকো।
- তোরে আর ডাকমুইনা। বিউটি আমার মায়ের নাম, পরী আমার ফুফু।🙂
মজার গল্প ফেসবুক
মেডাম ক্লাশে পড়াচ্ছেন হঠাৎ বল্টু দাড়িয়ে বলল..!🥹🫰
বল্টু : মেডাম- মেডাম মুতব..!🙊🙊
মেডাম : যা, তাড়াতাড়ি আসবি যত্তসব..!??😤
একটু পর আবার আরেক ছাত্র কেল্টু দাড়িয়ে বলল..!🙂👍
কেল্টু : মেডাম মুতব..!😁??
মেডাম রেগে গিয়ে বললেন..!😾😤
মেডাম:এই, তোদের মুখ দিয়ে কি প্রসাব বের হয় না..!🫤🫤
কেল্টু : না মেডাম, আপনার বের হয়..!🥹🥹
মেডাম:..!🤢🤮🥲
দারুন মজার গল্প
ছেলে : কাল তোমায় কখন call দেব..?🥹🤔
মেয়ে : তোমার যখন ইচ্ছা তখন..! ✌️
ছেলে : সকালে call দেই..?🤔
মেয়ে : ok. কিন্তু এত সকালে আমি ঘুম থেকে উঠি না..!😔
ছেলে : তাহলে ১০ টায় দেই..?🧐
মেয়ে : না,তখন বাবা বাসায় থাকে..!🙄
মেয়ে : ২টায় তো আমি lunch করি..!😏
ছেলে : ঠিক আছে, তাহলে ৫টায় দেই..?🤔
মেয়ে : তখন তো আমি আমার ফেভারিট সিরিয়াল দেখি..?🙂
ছেলে : তবে সন্ধ্যায়..!🤔
মেয়ে : সামনে Exam , সন্ধ্যায় একটু পড়তে হবে...?🙂
ছেলে : তাহলে রাতে দেই..?🤔
মেয়ে : না না, রাতে সবাই বাসায় থাকে তখন কথা বলতে পারব
না...!😒
ছেলে : তাহলে কখন call দেব..?🤔
মেয়ে : তোমার যখন ইচ্ছা তখন!😊✌️😏
মজার গল্প ও কৌতুক
বল্টু & টুনি
..............স্বামী স্ত্রী
তো তাদের একটা ছেলে হয়েছে
.
.
টুনি ছেলেকে নিয়ে একটার পর একটা
গান গেয়ে যাচ্ছে
.
তো বল্টু টুনির গান শুনে
টুনিকে বললোঃ
.
বল্টুঃ কি গো পাগল হলে না কি
.
টুনিঃ পাগল হবো কেন
.
বল্টুঃ তাহলে ছেলেকে কোলে নিয়ে
এতো গান গেয়ে যাচ্ছো কেন
.
টুনিঃ আরে গান গেলে আমাদের
ছেলে তাড়াতাড়ি বড় হবে
.
বল্টুঃ গান গাইলে ছেলে কিভাবে
তাড়াতাড়ি বড় হবে???
.
টুনিঃ তুমি কি বাংলা
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
ছবি দেখোনা সেখানে ৫ মিনিটের
একটা গানে ছেলেমেয়ে তাড়াতাড়ি
বড় হয়ে যায়
তাই গান গেয়ে যাচ্ছি কিন্তু বড় তো
হলো না
ডাক্তার মনে হয় আমাদের ছেলেকে
পাল্টিয়ে দিয়েছে না হয় এতখনে বড়
হয়ে যেতো!!
.
বল্টু বেহুঁশ