হাসতে হাসতে শেষ
বল্টু ও তার গার্লফ্রেন্ড 🥹🫰
গার্লফ্রেন্ড : প্লিজ... আমাকে মাফ করেদিও জানু , আজ আমি তোমাকে একটা কথা বলতে চাই।🫣🫣
•বল্টু : হ্যাঁ সুইটহার্ট, বলো বলো ,কি বলতে চাও!🥹🫶
গার্লফ্রেন্ড : আমি তোমার কাছে কিছু গোপন করছি। আসলে হয়েছে কি! অন্য একজনের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, সামনে সপ্তাহে আমাদের বিয়ে।😕😕
-আমি তোমার সাথে এতটা সময় একসাথে কাটিয়েছি, ফেসবুকে কতো কতো কথা বলেছি, কতো সিনেমা দেখেছি!ডেটিং করেছি, শপিং করেছি, আর!🙂🙂
•বল্টু : ব্যাস, ডার্লিং...ব্যাস তুমি দেখছি আমাকে emotional করেই ছাড়বে...।🫠🫠
এটা কোনো ব্যাপারই না। চলো, আজ আমিও তোমার সাথে আমার বউ আর বাচ্চাদের পরিচয় করিয়ে দিই..!🥹🥹🥹
হাসতে হাসতে খুন
কফির কাপটা হাতে দিয়ে বউ বললো " অনলাইনে একটা ড্রেস পছন্দ হয়েছে, আমাকে এক হাজার টাকা দাও। "
দুদিন আগেই শপিং করেছে। তাই মিথ্যা করে ললাম, " মাস শেষ হয়ে এসেছে, এখন হাতে টাকাপয়সা নেই। "
এক কথা দুই কথা বলতে বলতে রাত দুইটা পর্যন্ত তুমুল ঝগড়া হতে লাগলো। বিয়ের সময় তার বাবা কি কি দিয়েছে, তাকে আমি আজ পর্যন্ত যা দিছি সবকিছুর একটা লিস্ট হয়ে গেল।
সবশেষে বউ রাগ করে সকাল বেলা বাপের বাড়ি চলে যাবে বলে ঘুমিয়ে গেল। আমিও সকালে অফিসে যেতে হবে তাই ঘুমিয়ে পড়লাম।
সকাল বেলা দেখি বউ সত্যি সত্যি সবকিছু গুছিয়ে বসে আছে। আমিও আর কোনো অনুরোধ করলাম না।
বাসা থেকে রাগ করে বের হবার ভাব নিয়ে নিলাম। মানিব্যাগ থেকে ৩০০০ টাকা বের করে দিয়ে গম্ভীর হয়ে বললাম।
" তুমি তো আবার এসি বাস ছাড়া চলতে পারো না। যাওয়া আসার ১২০০+১২০০ মোট ২৪০০ আর বাকিটা পথে খরচ করবা। "
রাতে বাসায় ফিরে দেখি বউ বাসাতেই আছে। বললাম, " তুমি যাওনি? "
" না যাইনি। ড্রেস কেনার টাকা দরকার ছিল। টাকা তো পেয়ে গেছি এবার একটা নয়, তিন হাজার টাকা দিয়ে তিনটা ড্রেস কিনবো। "
মনে মনে ভাবলাম " গতকাল রাতে ১০০০ টাকা দিলেই তো হতো। এখন ২০০০ হাজার টাকা বেশি গেল, আবার শেষ রাত অব্দি ঝগড়া হলো। "
বউকে বললাম " এরপর কিছু পছন্দ হলেই বলবা। তবুও এরকম টেকনিক করবা না🥹। "
হাসতে হাসতে খুন
বল্টু চাকুরীর জন্য ইন্টারভিউ দিচ্ছেন ...🥹🫰
বস : আপনি মদ খান!😕😕
বল্টু : জীবনেও খাইনি স্যার।😒😒
বস : চুরি করেন!🙄🙄
বল্টু : চুরি কি জিনিস বুঝিইনা স্যার।🫤🫤
বস : মেয়েদের পিছনে ঘুরঘুর করেন!🫣🫣
বল্টু : তওবা, তওবা স্যার..!😑😑
বস : আপনার তাহলে কোন দোষই নাই!😊😊
বল্টু : একটা দোষ আছে স্যার..!🙂🙂
বস : {খুশি হয়ে} মাত্র একটা..কি সেটা !🫠🫠
বল্টু : প্রচুর মিথ্যা কথা বলি স্যার..!🥹🥹🥹