- হাসতে নাকি জানেনা কেউ
রাত দশটায় মাহফিলে বসে বসে ঝিমাচ্ছিলাম।😴😴
এমন সময় তাহেরি হুজুর মাইকে বললেন "দাঁড়ান।" 💁♂️😃
আমি কিছু না বুঝে দাঁড়িয়ে গেলাম। সবাই আমার দিকে ফিরে খুব প্রশংসা করলো। মাশাআল্লাহ, 😍😆
মার-হাবার বন্যা বয়ে গেল। কি হলো কিছুই বুঝতে পারলাম না।🤔🤔
তারপর তাহেরি হুজুর বললেন,"আলহামদুলিল্লাহ, মাহফিলের জন্য ৫ লাখ টাকা দান করবে এমন একজন ভাই পেলাম। আর কে কে আছেন দাঁড়ান।"🥹🥹
রাত দশটার পরে এগারোটা না বেজে আমার বারোটা বেজে গেল!🙂💔
- হাসতে পারলে জীবন সুন্দর
খুচরো টাকা ছিলোনা বলে - ছোট বোনের কাছ থেকে ৫০ টা টাকা ধার নিয়েছিলাম। সেটাই এখন জীবনের কাল হয়ে দাড়িয়েছে।
রাতেরবেলা সবাই মিলে খাবার খেতে বসেছি। তখন আম্মু বললো - ইভান আর কয়েক টুকরো মাংস দেই?
> তখনই হুট করে ছোটবোন বলে উঠলো - নাহ নাহ আম্মু, ভাইয়াকে ৫০ টুকরো মাংস দাও।
সবাই যেনো হা হয়ে আমার আর ছোটবোনের দিকে তাকিয়ে রইলো। এবার আসি পরের ঘটনায়। সেদিন আমি, বোন, আর আমার একটি মেয়ে ফ্রেন্ড মিলে ঘুরতে বেড়িয়েছি। এক কথায় দুই কথায় ফ্রেন্ডটি বলে ফেললো - ইভান দোয়া করি, তোর কপালে যেনো সুন্দরী একটা বউ থাকে।
> আমি কিছু বলার আগেই মরতে মর ছোটবোন উত্তর দিয়ে দিলো - নাহ আপু, ভাইয়ার তো একটা বউ দিয়ে হবেনা। ভাইয়ার ৫০ টা বউ লাগবে।
আমি কিছু না বলে মুখ কালো করে শুধু ওদের সঙ্গে হাটতে লাগলাম।
সেদিন আবার ছোটবোনের স্কুলে গিয়েছি ওর এক্সাম ফি দেওয়ার জন্যে। যথারীতি হেড স্যারের রুমে গিয়ে - জানা স্বত্বেও জিজ্ঞেস করলাম, স্যার কত টাকা দিতে হবে? স্যার কিছু বলার আগেই ছোটবোন বলে উঠলোঃ
> ভাইয়া ৫০ টাকা দিলেই শোধ হয়ে যাবে। তুমি ৫০ টাকা দিয়ে দাও।
ভাইরে ভাই মাত্র ৫০ টাকা ধার নেওয়ার জন্যে এই শাস্তি? এখন যেনো ৫০ ৫০ শুনতে শুনতে নিজেকেও ৫০ বছরের বুইড়া যুবক মনে হয়। আপনারা ভাবতে পারেন ৫০ টাকা দিয়ে দিলেই তো ঝামেলা মিটে যায়। তাহলে শুনেন এবার একটা দুঃখের কথা - এই ৫০ টাকা চারবার শোধ করা হয়ে গিয়েছে। আরো কয়বার করতে হবে, আমার ৫০ মার্কা ছোটবোনই জানে! 🙂