বাবা মায়ের প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য
বাবার মৃ'তদে'হ সামনে রেখে বললাম " বাবার ঋণদার যারা আছেন,আপনাদের পাওনা টাকা আমাকে জানাবেন।বাবার ঋণ আমি শোধ করবো "
ছোট বোন আমার হাত চেপে ধরে বললো " ভাইয়া,তুই শোধ করবি কিভাবে? তুই নিজেই তো ৫ বছর ধরে কোনো চাকরি পাচ্ছিস না।বেকারত্বের শিকার হয়ে টাকা শোধ করবি কিভাবে? "
বোনকে অভয় দিয়ে বললাম " শত কষ্ট হলেও শোধ করবো বোন "
সারারাত আমার ঘুম হলো না।বোনের বিয়ের বয়স হয়ে গেছে।পরিবারের খরচ নাহয় কোনোরকম চালাবো,কিন্তু বোনের বিয়ে কিভাবে দিবো?
পরেরদিনই ঋণদাতারা এসে বাড়িতে হাজির।বাইরে বেড় হয়ে এতো লোককে দেখে ঘামে আমার কপাল ভিজে উঠলো।মৃদু স্বরে বললাম
" আপনারা বাবার কাছে কত টাকা পান বলুন।আমি চেষ্টা করবো শোধ করার "
ওদের মধ্যে থেকে একজন এগিয়ে এসে বললো " আমরা ব্যাংক থেকে এসছি।উনি তার ছেলে মেয়ের নামে ৭ লাখ টাকা সঞ্চয় করে রেখে গেছেন।কাইন্ডলি ব্যাংকে যোগাযোগ করুন "
একথা বলে তিনি চলে গেলেন।বাকি লোকগুলিও ছোট ছোট সমিতি থেকে এসছেন। ওরা জানালেন বাবা ওদের সমিতিতে প্রতিদিন ২০ টাকা করে সঞ্চয় রাখতেন।
রাতে সব মিলিয়ে হিসেব করে দেখলাম বাবা আমাদের জন্য মোট ১১ লাখ টাকা সঞ্চয় করে রেখে গেছেন।মনে পড়ে গেলো সেদিন রাতের কথা।যে রাতে আমি বাবাকে বলেছিলাম
" আপনি কেমন বাবা?আমার ভবিষ্যতের নিয়ে আপনার কোনো চিন্তা আছে?দরকার নেই আমার এমন বাবার "
বাবা তখন মৃদু হেসে বলেছিলেন " আমার সাধ্য মতো চেষ্টা করছি।সময় হলেই পেয়ে যাবে "
হ্যা সে সময়টা এখন এসে গেছে।কিন্তু বাবা চলে গেছে দূরে,ওই তারাদের কাছে।আমি আকাশের দিকে দীর্ঘশ্বাস ফেলে বললাম
" বাবা,আজ পর্যন্ত তোমায় কখনো বুঝতে পারলাম না।এখন বুঝতে পারছি,কেন তুমি এক শার্ট পড়েই একটা বছর কাটিয়ে দিতে "
-বাবা ❤️
বাবা মায়ের ভালোবাসা
😭😭 একটা সুন্দর গল্প 😭😭
---অপারেশনের জন্যে মায়ের ১ ব্যাগ 'A' নেইটিভ রক্ত লাগবে? এটা শুনেই হাসিব তার বন্ধুকে বলে।
---দোস্ত তোর তো A নেগিটিভ রক্ত? আমার মায়ের অপারেশনে রক্ত লাগবে দিতে পারবি।
---নাহ ভাই আমি পারবো না?
---প্লিজজ ভাই না করিশনা। অনেক খুজলাম কোথাও পেলাম না। এর পরে তোর কাছে আসলাম।
---সরি রে আমার পক্ষে দেয়া সম্ভব না। কারন আমি কখনো রক্ত দেইনাই। আবার তুই তো জানিস আমি সুই কতোটা ভয় পাই।
---আরে সমস্যা নেই আমি আছি তো।
---তুই অন্য কোথাও দেখ ভাই।
---তোর কোন সমস্যা হলে আমি রিস নিবো। আমি জানি তুই কখনো রক্ত দিসনাই। কিন্তু ভেবে দেখ এটা তোর বন্ধুর মায়ের জন্যে প্রয়োজন।
---নারে হবেনা। আমি রক্ত দিয়ে যদি অসুস্থ হই। এ ছারা শরীর অনেক দুর্বল হবে।
---তুই রক্ত দে তোকে কি কি খাওয়া লাগে আমি খাওয়াবো তবুও না করিশ না।
---আরে ভাই তুই পাগল নাকি বুঝলাম না। বললাম তো আমি রক্ত দিতে পারবো না। সর আমি এখন বাসায় যাবো বাবা মা অপেক্ষায় করতেছে।
---তার হাত ধরি ভাই প্লিজজজ?
---এইবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে বললাম না পারবোনা আমি। তুই অন্য কোথাও দেখ।
-কথাটি বলেই ছেলেটি সেখানে চলে যায়। আর এই দিকে হাসিব তার মায়ের রক্ত ম্যানেজ করার জন্যে অনেক চেষ্টা করে কিন্তু কোথাও রক্ত খুজে পায়না। এই ভাবেই সেই রাতটি কেটে যায়।
-পরের দিন সকাল ১০ টায় হাসিবের সেই বন্ধু হাসিব কে ফোন দিয়ে বলে।
--হাসিব আমি রক্ত দিবো কোথায় আসতে হবে আমাকে বল।
"তখন হাসিব উত্তর দেয়"
---বন্ধু তোকে আর আসা লাগবেনা। আমার মা আর এই পৃথিবীতে বেছে নেই। ফজরের আযানের সময় ইন্তেকাল করেছে। সঠিক টাইমে রক্ত ম্যানেজ করতে পারিনাই বলে। যদি পারিশ মাঠি দিতে আসিস?
"কথাটি বলেই হাসিব ফোনটি কেটে দেয়"
"রক্ত দান হলো একটি মহত গুন? আমরা রক্ত দান করে মানুষের পাশে দারাবো ইনশাআল্লাহ ❤ আজ যদি সেই বন্ধুটা সঠিক টাইমে রক্ত দিতো তাহলে হয়তো হাসিবের মা বেছে থাকতো!