পরের বউ এর উপর নজর | বউ নিয়ে রোমান্টিক স্ট্যাটাস

 বউ নিয়ে রোমান্টিক গল্প

বউ নিয়ে রোমান্টিক গল্প

অফিস থেকে বের হয়ে দেখলাম আমার স্ত্রী রিপাকে আমার কলিগ মনির ভাই হেসে হেসে কিসব বলছে।আমার স্ত্রীও মুচকি হেসে তার কথার জবাব দিচ্ছে। আমি বরাবরই একটু হিংসুটে তাই আড়াল থেকে তাদের কথা শুনতে গেলাম। 


–" ভাবি আপনার কপালের তিলটা কিন্তু সুন্দর অনেক। আর গায়ের রং একদম সাদা গোলাপের মত। আপনার মতো সুন্দরী বউ রেখে ভাই যে কেন অফিস পড়ে থাকে বুঝি না! আমার এমন স্ত্রী থাকলে সপ্তাহে তিনদিন ছুটি নিতাম। ( মনির)


–" না ভাই আপনার ভাই আমাকে যথেষ্ট ভালোবাসে আর সময় দেয়। অফিসে ওর অনেক কাজ থাকে। ( রিপা)


–" কাজ আর কোথায় সারাদিন ফোন নিয়ে মুচকি মুচকি হাসে। (মনির)


–" আমি ওকে এসএমএস দিই তাই দেখেই হয়তো ( রিপা)


হঠাৎ আমাকে দেকে মনির ভাই ক্লোজআপ টুথপেষ্ট এর হাসি দিয়ে বললো,

-- " ভাই অনেক লাকি।আপনাকে ভাবি অনেক ভালোবাসে।আজ আমি আসি আপনারা কথা বলেন।ভাবি আজ আসি আবার দেখা হবে। "


মনির চলে গেলে আমি রিপাকে বললাম,

-- " চলো আজ বাইরে কোথাও খেয়ে আসি। "


রিপা চুপচাপ ভাবে মাথা নাড়িয়ে বললো সে যাবে না। বাড়ি ফেরার পর থেকে রিপার ব্যবহারে পরিবর্তন দেখতে পেলাম৷কথায় কথায় আমার সাথে ঝগড়া করার জন্য নাক উঁচু করে থাকে। আজ রিপা আমার জন্য অফিসে খাবার নিয়ে এসেছে।আজও মনির ভাই রিপাকে দেখে গদগদ খেতে খেতে বললো,


-- " ভাবি আপনাকে আজ গোলাপের থেকেও সুন্দর লাগছে। চাঁদও মনে হয় হার মেনে যাবে। সংসারের কাজ করতে করতে আপনার হাত শক্ত হয়ে যাচ্ছে।আমি হলে দুইটা কাজের লোক রেখে দিতাম। আপনাকে রানি করে রাখতাম। "


মনিরের এমন প্রসংশা শুনে রিপার গালে লাল লাল আভা ফুটে উঠেছে।আর আমার মাথার রক্ত গরম হয়ে যাচ্ছে।কিন্তু মনিরকে মারলে রিপাকে ঠিক করা যাবে না৷এমন চলতে থাকলে আমি রিপাকে হারিয়ে ফেলবো। 


বাসায় ফিরে রিপাকে বললাম,

-- " চলো আজ মনির ভাইয়ের বাড়ি থেকে ঘুরে আসি।"


মনিরের নাম শুনতেই রিপার মুখে হাসি দেখতে পেলাম।কিন্তু এ হাসি আজকের পর আর থাকবে না।


মনিরের বাড়ির কাছে যেতেই শুনতে পেলাম ঘরে থেকে কিসব ভাঙার আওয়াজ আসছে।দরজার কাছে যেতে পরিষ্কার ভাবে শুনলাম একটা মেয়ে বলছে,


-- " তোমার বাড়ির কাজ করতে করতে আমার হাতে ফোসকা পড়ে গেলো আর তুমি একটা মলমও এনে দিতে পারলে না।তোমাকে কতবার বললাম নিয়ে আসবে কথা তো কানে যায় না তোমার।সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকো আমার দিকে তো কোনো নজরই নেই তোমার। "


আমি কিছুটা হেসে রিপার দিকে তাকালাম।মুখে একটু অবাক অবাক ভাব৷ আমি দরজার কড়া নাড়তে মনির ভাই দরজা খুলে দিলো।আমাদের দেখে অনেক অবাক হয়ে গেছে মনে হয়।আমি ক্লোজআপ হাসি দিয়ে বললাম,


-- " আপনার ভাবিকে নিয়ে বেড়াতে আসলাম।সারাদিন ঘরে থাকে বলে কথা৷একটুতো ঘুরতে নিয়ে যেতে হয়,সময় দিতে হয় কি বলেন? "


মনিরের মুখ তখন শুকিয়ে শুঁটকি মাছ হয়ে গেছে।রিপা হা করে মনিরের বউকে দেখতে ব্যস্ত। রিপা থেকে কম করে দশগুন সুন্দরী মনিরের বউ। ( আমাকে আবার খারাপ মনে কইরেন না আমার কাছে রিপাই সব থেকে সুন্দরী) 


মনিরের বউ আমাদের এসে বলতে লাগলো,


-- " দেখো দেখো ভাইকে দেকে কিছু শেখো। ভাবি কত লাকি আপনি।আর আমার কপাল দেখেন,ঠিক মতো কথাও বলে না।সারাদিন ফোন নিয়ে পড়ে থাকে মাঝেমাঝে মনে হয় সব ছেড়ে চলে যাই। "


আমি বিড়বিড় করে বললাম,


-- " পরের বউকে পটাতে গেলে নিজের বউকে সময় দিবে কি করে।"


কথাটা আর কেউ শুনতে না পেলেও রিপা ঠিক শুনতে পেয়েছে। 


মনির বললো,

-- " কিছু বললেন ভাই? "


আমি হেসে বললাম,

-- " না ভাই আমরা আজ যাই পরে আসবো।"


মনির বউ আসতে দিতে না চাইলেও রিপা আমাকে টানতে টানতে নিয়ে আসলো।

.

.

কিছুদিন পর আমার সাথে রিপাকে দেখে মনির ভাই বললো,

-- " ভাবি আজ কিন্তু আপনাকে...... "


আর কিছু বলার আগে রিপা ওর গালে কসে একটা থাপ্পড় দিয়ে দিয়েছে।মনির গালে হাত দিয়ে আমার দিক তাকিয়ে আছে। 


আমি মনিরের কানে কানে বললাম,

-- " কাজ করা হাত তো ভাই তাই একটু শক্ত।আপনি একটা নাপা ট্যাবলেট খেয়ে নিয়েন। "


(সমাপ্ত) 


ছোটগল্পঃ মনির ভাই

কলমেঃ ফারহানা_কবীর_মানাল

এমন আরও গল্প পড়ুন।