নারীদের নিয়ে কেয়ামতের আলামত | নতুন পোস্ট

 নারীদের নিয়ে কেয়ামতের আলামত

যখন নারী তার স্বামীকে আদেশ দিবে, আর মায়ের অবাধ্য হবে, যখন নারী হবে প্রকাশ্য ফিতনার উৎস, তখন বুঝে নিতে হবে কেয়ামতের ছায়া নেমে এসেছে।

— (তিরমিজি)

নারীদের নিয়ে কেয়ামতের আলামত

নারীদের নিয়ে ইসলামিক উক্তি

নারী হচ্ছে ফুলের মতো — তাকে যত্ন করতে হয়, আঘাত নয়। ইসলাম নারীর সম্মানকে রক্ষা করে যেন সে পৃথিবীতে সম্মানের সঙ্গে চলতে পারে।

নারীদের নিয়ে ইসলামিক ক্যাপশন

আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে ঢেকে রাখা, এক নারীর আত্মমর্যাদার প্রতিচ্ছবি। হিজাব শুধু কাপড় নয়, এটি একটি আত্মিক প্রতিজ্ঞা।

নারীদের নিয়ে কোরআনের আয়াত

“আর আল্লাহ ঈমানদার পুরুষ ও নারীদের জন্য ক্ষমা ও মহাপুরস্কার প্রস্তুত রেখেছেন।”

— সূরা আহযাব, আয়াত ৩৫

নারীদের নিয়ে হাদিস

“নারীরা হলো অমূল্য রত্ন। যার মধ্যে আল্লাহ তাকওয়া দেন, সে নারী তার ঘরের জন্য রহমত।”

— (মুসনাদে আহমাদ)