১.
ওহে পুরুষ, স্বপ্ন দেখতে চাইলে আয়ও ঠিক করে নাও,
কারণ ভালোবাসা এখন কেবল গল্পে টিকে থাকে, বাস্তবে ব্যালেন্স দেখে।
২.
তোমার ইমোশন দিয়ে যদি বাজার চলতো,
তবে হাজার ফকির আজও রাজা হতো।
৩.
নারীর চোখে এখন প্রেম নয়, নিরাপত্তা গুরুত্বপূর্ণ,
তাই ওহে পুরুষ, আগে আয় নিশ্চিত করো, প্রেম পরে করো।
৪.
রাজা হতে চাও? তাহলে মনের সিংহাসনে নয়,
প্রথমে দাঁড়াও ব্যাংক ব্যালেন্সে।
৫.
ভালোবাসার বাজারে এখন ‘Stable Income’ সবচেয়ে বড় রোমান্স।
৬.
তুমি যতই ভালো মানুষ হও না কেন,
পকেট খালি থাকলে কেউ ভালোবাসে না।
৭.
ওহে পুরুষ, যতই হৃদয় দাও,
টাকা না থাকলে কেউ তার মূল্য বুঝবে না।
৮.
বেকার ছেলেরা এখন প্রেম নয়,
পিছনে পায় ভ্রুকুটি।
৯.
টাকা ছাড়া কেউ পাশে দাঁড়ায় না,
নারীও নয়, পরিবারও নয়—সবাই চায় স্থিতি।
১০.
তোমার দুঃখ কেউ বোঝে না,
যদি তোমার ইনকাম দেখে তাদের চোখ না জ্বলে।
১১.
ওহে পুরুষ, প্রেমের আগে নিজের ক্যারিয়ার বানাও,
কারণ মনভাঙা ছেলেকে কেউ জিজ্ঞেস করে না, ‘তুমি কেমন আছো?’
১২.
তুমি যদি রাজার মতো উপার্জন না করো,
তবে কেউ তোমায় রাজার আসন দেবে না।
১৩.
নারীর স্বপ্নে থাকে গাড়ি-বাড়ি-সিকিউরিটি,
ফকিরের অনুভূতি নয়।
১৪.
আজকাল প্রেম নয়, প্রয়োজনই সম্পর্ক নির্ধারণ করে।
ওহে পুরুষ, প্রয়োজনীয় হও, নয়তো বিস্মৃতির পাতায় মিলিয়ে যাবে।
১৫.
একটা ছেলেকে কষ্ট দেয়ার সবচেয়ে সহজ উপায়—
তার আয়ে সন্দেহ করো। বাকিটা সমাজ নিজেই করে দেবে।