😂 Really Funny Meme
ছোট গল্প:
রাতে ঠিক করলাম – “কাল সকাল ৬টায় উঠে দৌড় দিবো, নতুন লাইফ শুরু।”
সকালে ঘুম ভাঙলো ১০টায়, দৌড় তো দূরের কথা,
চায়ের কাপ হাতে দাঁড়িয়ে দেখি বাইরেই বৃষ্টি।
মনের মধ্যে একটা ভয়েস:
“দেখছো, প্রকৃতি নিজেই চায় না তুমি পরিশ্রম করো।”
তারপর আর দৌড় নয়, Netflix + মুড়ি + কম্বল = হেলদি লাইফ! 😌
🤣 Super Funny Funny Meme
ছোট গল্প:
আম্মু: "ঘরটা গুছিয়ে রাখিস, মেহমান আসবে!"
আমি: ঘরের সব কিছু একটা চাদরের নিচে ঢুকিয়ে দিলাম।
আম্মু এসে বলল: “এটা তো পাহাড় বানাইছিস!”
আমি: “নতুন ইন্টেরিয়র ডিজাইন, নাম – ‘Mount Dresser’!”
আম্মু চুপ করে দাঁড়িয়ে থাকলো, মুখে হালকা হাঁসি,
কিন্তু চোখে… ঝড়ের পূর্বাভাস। 😨
😹 Very Funny Meme
ছোট গল্প:
একদিন আমি ভাবলাম, ফেসবুকে একটা জ্ঞানী টাইপ পোস্ট দেবো।
শুরু করলাম:
“মানুষের জীবন হলো এক…”
তারপর দেখি নিচে ৩টা বিজ্ঞাপন –
১. চুল পড়া বন্ধ করুন,
২. কিডনি বাঁচান,
৩. এক্স প্রেমিক ফিরিয়ে আনুন!
আমি ভাবলাম, জীবন আসলে জ্ঞান নয়, এটা কনফিউশন! 🤯
Tuesday Funny Meme
ছোট গল্প:
সোমবারে কষ্ট করে অফিস করি, ভাবি – “চল এই সপ্তাহটা প্রোডাক্টিভ হই।”
মঙ্গলবার এল…
ঘুম ভাঙলো দেরিতে, জামা উল্টো পরে অফিস গেলাম।
কলিগ বললো, “ভাই, তুমি তো সোজা আসছো, জামাটা গিয়াছে উল্টো।”
আমি বললাম:
“মঙ্গলবার এমনই… শরীর সোজা, মনের জামা উল্টো।” 😵💫
Funny Meme Picture Without Words
ছবি কল্পনা করুন:
একটা বিড়াল প্যান্ট পড়ে, মাথায় সানগ্লাস, একটা মোটরসাইকেলে বসে আছে।
পেছনে লেখা নেই কিছু,
কিন্তু চোখ দেখে বোঝা যাচ্ছে –
“এই বিড়াল এখন আর কাউকে পাত্তা দেয় না।”
ছবিতে কোনো শব্দ নেই, তবুও মন বলে – “এইটা তো আমি!” 😎
😂 Super Funny Meme (Another One)
ছোট গল্প:
আমার ফোনে শুধু ৩ ধরণের অ্যাপ –
১. খাবার অর্ডার করার,
২. ঘুম ট্র্যাক করার,
৩. মিম দেখার!
প্রতি রাতে ফোন বলে –
“আপনি আবার মিম দেখছেন। ঘুমাতে যান।”
আমি ফোনকে বলি –
“তুই আগে নিজে চুপ কর, তারপর আমার ঘুম নিয়া চিন্তা করিস!” 😴