আমার বান্ধবীর প্রেম কাহিনি – ফুলটাইম, ফুলটাইমার!
বান্ধবীর প্রেম – পার্ট ১ 😆
আমার এক বান্ধবী আছে, নাম ধরি রিমু। রিমুর প্রেম এমন এক রোগ, যেটা ডাক্তারের কাছে গেলেও প্রেসক্রিপশনে লেখা থাকবে—“চিরস্থায়ী”। সে সকালে ঘুম থেকে ওঠার আগে, দাঁত মাজার সময়, এমনকি ফ্রিজের ভেতরে ডিম দেখলেও প্রেমিকের কথা মনে পড়ে যায়।
একদিন আমি বললাম—
– শোন রিমু, তুই প্রেমিকের কথা কিছুক্ষণ বাদ দিয়ে অন্তত নাশতা করবি?
সে মুখে বিস্কুট নিয়ে বলল—
– আহারে, ও-ও বিস্কুট খুব ভালোবাসে…
আমি বললাম—
– তোর কি মনে হয়, এই বিস্কুটের সাথে ওর নাম লেখা আছে?
সে গম্ভীর গলায় বলল—
– না, কিন্তু আমি কামড় দেই আর ওর কথা মনে পড়ে…
সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো—বাথরুমও ওর প্রেমময় জায়গা। একদিন আমি ফোন করলাম, দেখি টাইলসে পানি পড়ার শব্দ।
– কই আছিস?
– বাথরুমে।
– এইখানেও ফোন?
– আরে, ও তো বলেছিল, “আমি সবসময় তোমার সাথে থাকতে চাই”—তাই আমি চাইলে সে যেন রিংটোন দিয়েই থাকে!
এমনও হয়েছে—আমরা বাজারে গেছি, আমি আলু কিনছি। হঠাৎ সে বলল—
– জানিস, ও আলুও পছন্দ করে!
আমি বললাম—
– আচ্ছা, এবার কি আলুও প্রেমে পড়বে নাকি?
সবচেয়ে ভয়ানক ঘটনা ঘটল বাসে। পাশের সিটে বসা আন্টি হাঁচি দিলো। সঙ্গে সঙ্গে রিমু বলল—
– আহারে, ওও একদিন হাঁচি দিয়েছিল…
আমি তখন মনে মনে ভাবলাম—"একদিন যদি গরু ডাক দেয়, এই মেয়ে বলবে ওর প্রেমিকও ডাক দিয়েছিল!"
মোবাইল তার জীবনের দ্বিতীয় প্রেমিক। প্রেমিকের কল না এলেই সে নিজে ডায়াল করে—
– হ্যালো, আমি চেক করছিলাম তুমি বেঁচে আছো কিনা।
প্রেমিক বলল—
– বেঁচে আছি, কিন্তু তুই এভাবে কল করলে আমার ব্যালেন্স মরেই যাবে।
একদিন আমি সাহস করে জিজ্ঞেস করলাম—
– তুই কি সারাজীবন এমন প্রেমে ডুবে থাকবি?
সে হাসি দিয়ে বলল—
– প্রেমে ডুবেই যদি মরি, তাহলে সেটা হবে রোমান্টিক মৃত্যু…