বিবাহিত মহিলাদের জন্য আয়োজিত এক সেমিনারে এক প্রশ্ন জিজ্ঞাসা করা হলো।
আপনি শেষ বার কবে আপনার স্বামীকে "I love u বলেছেন?
কেউ বললো" আজই বলেছি!
কেউবা জবাব দিল "দুদিন আগে!
আবার কেউ কেউ বললো "দশ দিন আগে বলেছিলাম।
এরপর সব মহিলাদের বলা হলো, আপনাদের নিজ নিজ মোবাইল থেকে যে যার স্বামীকে 'I love u টেক্সট করতে আর সবচেয়ে ভাল উত্তর যার মোবাইলে আসবে তার জন্য একটা সারপ্রাইজ গিফট থাকবে।
সব মহিলা মেসেজ পাঠালো।
কিছুক্ষণ পার হতেই স্বামীদের জবাব আসা শুরু হল। সেগুলো
কিছুটা এরকম ছিল,
১। তোমার শরীর ভাল তো?
২। হাত খরচের টাকা শেষ?
৩।তুমি বাপের বাড়ি চললে নাকি?
৪। মনে হচ্ছে আজ বাসায় রান্না হবে না, তাই না?
৫। মানে কি?
৬।তুমি স্বপ্ন দেখছ না আমি?
৭। কিটি পার্টিতে কোন গয়না পছন্দ হয়েছে নাকি?
৮।অফিসে এত টেনশনের মধ্যে তুমি রোমান্সের আর সময় পেলে না?
৯। কতবার না বলেছি এত সিরিয়াল দেখ না।
১০। আজ আবার কোনো গাড়িতে ধাক্কা মে&%রেছো নাকি?
তবে শেষপর্যন্ত যে উত্তর সারপ্রাইজ গিফট জিতল তা বড় ভয়ানক ছিলো,
১১) I love you too but who are you?🤣
স্বামী স্ত্রীর রোমান্টিক সেরা হাসির গল্প
গল্পের নাম: জামাই বাবাজি ও বউয়ের "ইন্টেলিজেন্স" পরীক্ষা
বউ: (ভীষণ গম্ভীর মুখে) শুনো! আমি একটা বুদ্ধির পরীক্ষা নিচ্ছি। যদি পারো, তবে আজ মাছ রান্না করব। না পারলে ডিম সিদ্ধ।
জামাই: বাহ্! চ্যালেঞ্জ তো শুনেই মুখে পানি এসে গেছে। বলো দেখি প্রশ্নটা!
বউ: একটা বাসে ৫০ জন লোক উঠলো, ৫ জন নেমে গেলো, আবার ২০ জন উঠলো। এখন বলো, বাস চালক কী খাচ্ছিল?
জামাই: (হতবুদ্ধি হয়ে) হুহ? এই প্রশ্নের সঙ্গে চালক কীভাবে জড়িত?
বউ: উত্তর দাও, ভেবে দেখো!
জামাই: (বিরক্ত হয়ে) এটা তো গুগলে খুঁজেও পাওয়া যাবে না! তুমি বলো দেখি...
বউ: তুমি-ই তো চালক! প্রশ্নের শুরুতেই তো বলেছিলাম, "তুমি একটা বাস চালাচ্ছো"... এখন বলো, তুমি কী খাচ্ছিলে?
জামাই: (চুপচাপ) আচ্ছা, ডিম সিদ্ধই খাই।
পরদিন
জামাই প্রতিজ্ঞা করল, আজ সে বউকে এমন একটা প্রশ্ন করবে, যে শুনে বউয়ের মাথা ঘুরে যাবে।
জামাই: (হাসি চাপতে চাপতে) শোনো তো, আমি একটা প্রশ্ন করবো। যদি উত্তর পারো, আমি সব কাজ করবো আজ। না পারলে তুমি রান্না-বান্না সব করবা।
বউ: হুমম, বলো!
জামাই: ধরো, তুমি আমায় মেরে ফেললে, তারপর তুমি জেলে গেলে... তো তুমি এখন কার বউ?
বউ: (হতভম্ব) হুহ! মানে?
জামাই: আমি তো মরেই গেছি, তুমি এখন কার বউ?
বউ: (চিৎকার করে) আমি তোর কানের নিচে মারবো এখন!
জামাই: (হাসতে হাসতে গড়াগড়ি খায়) উত্তর জানা নেই, তাই বলছো?
বউ: এখন বুঝলি, চালক তুই, খাচ্ছিলি ডিম, আর আমি জেলেই না যাই—তোর বুদ্ধি দেখেই জেল আসছে মনে হয়!
জামাই: ঠিক আছে, তোমার ভয়ে আজ থেকে আমি সব সময় মাছ খাই না, শুধু বুদ্ধির ডিম!
গল্পের শিক্ষা
বউয়ের সাথে যুক্তি খেলা খেলতে গেলে শেষমেষ জামাইয়ের ডিম সিদ্ধই নিশ্চিত!