শিক্ষামূলক বাণী | শিক্ষামূলক ফেসবুক স্ট্যাটাস

  দৈনিক শিক্ষা

দৈনিক শিক্ষা

ম্যাচিউর হতে হলে মেনে চলুন ৮ টি বিষয়ঃ-


১.সমালোচনা করবেন না। এটা আপনাকে, ব্যক্তিত্বহীন করে তুলবে। ম্যাচিউর মানুষ কখনো অন্যর সমালোচনা করেন না।


২. তর্ক করবেন না। তর্ক করলে, আপনাকে হারতে হবে নাহলে সম্পর্ক হারাতে হবে। তাই একজন ম্যাচিউর মানুষ কখনো তর্ক করেন না।


৩. একজন ম্যাচিউর মানুষ অন্যকে, সম্মান দিতে জানেন। তিনি সবসময় আপনাকে মূল্যায়ন করে কথা বলবে। তিনি কখনো আপনার প্রতি অবহেলা প্রকাশ করবেন না।


৪. একজন ম্যাচিউর মানুষ কখনো, বাবা-মা কে অসম্মান করেন না। তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখেন। কারন তারা বুঝতে পারেন একমাত্র বাবা-মা স্বার্থহীনভাবে তাদের জন্য সবকিছু করতে পারেন।


৫. একজন ম্যাচিউর মানুষ, পরিবর্তনকে সবসময় মেনে নেয়৷ কারণ তিনি বুঝতে পারেন পরিবর্তন আসবেই।


৬.একজন ম্যাচিউর মানুষ কখনো অন্যর সাথে নিজেকে, তুলনা করেন না। কারণ তিনি জানেন এই পৃথিবীর প্রতিটি মানুষ ভিন্ন ভিন্ন প্রতিভার অধিকারী।


৭. একজন ম্যাচিউর মানুষ কখনো, অভিযোগ করেন না। তিনি নিজের ঘাটতি গুলো খুঁজে বের করেন, এবং তা পূরণের চেষ্টা করেন। কারণ তিনি জানেন অভিযোগ কখনো সমস্যা সমাধান করে না। তিনি নিজেকে পরিবর্তন করে নেন।


৮. একজন ম্যাচিউর মানুষ কখনো অন্যর, ভুল নিয়ে ঠাট্টা করেন না। তিনি তাকে ব্যক্তিগতভাবে তার ভুল শুধরে দেন। যা ইম- ম্যাচিউররা প্রকাশ করে থাকেন।

শিক্ষামূলক উক্তি

কিছু উপদেশ মূলক কথা


 আপনি আইফোন নিয়ে দাঁড়ালে আপনাকে কেউ দেখবে না সবাই আইফোনটা দেখবে। 


ইলন মাস্ক আইফোন নিয়ে দাঁড়ালে কেউ আইফোন দেখবে না সবাই ইলন মাস্ককে দেখবে।


আপনি কুড়ি হাজার টাকার ব্র্যান্ডের শার্ট পরলে সবাই শার্টটাকে দেখবে, আপনাকে দেখবে না। হৃত্বিক রোশন ফুটপাথের দু'শ টাকার গেঞ্জি পরলে সবাই হৃত্বিককেই দেখবে। 


ব্র্যান্ডের পেছনে না ছুটে নিজেকে ব্র্যান্ড বানানোর চেষ্টা করুন। গাদাগুচ্ছের টাকা খরচা করে 'শো অফ' করে  দিন শেষে কোন তৃপ্তি পাওয়া যায়না। বাবা মায়ের থেকে দামী জিনিস কেনার জেদ না করে নিজেকে এমন জায়গায় নেয়ার চেষ্টা করুন যাতে আপনার ব্যবহার করা ছেঁড়া রুমালও নিলামে একদিন লাখ টাকায় বিক্রি হয়। 


'শো অফ' তারা করে যাদের ভেতরটা ফাঁপা হয়, সেজন্যই তারা বাইরেটাকে  চকচকে বানিয়ে মানুষের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে।


শিক্ষামূলক গল্প পড়ুন।