১. হাঁসির পোস্ট
My Dear হবু বউ 👸🙈🙈
সপ্তাহে সাত দিন চুলে শ্যাম্পু করবা, সমস্যা নাই আইনা দিমু 😎
রাত ১২ টা বাজে আইসক্রিম খাবা, তাতেও সমস্যা নাই এনে দিবো 😎
শাড়ী , চুরি ,মেহেদী , আর চকলেট 🍫 ফুসকা খাবে তাতেও আপত্তি নাই 😎
যা লাগবে আইনা দিমু কোন কিছুর কমতি রাখবো না✅
খালি যদি একদিন দেখি টিকটকে নাচতেছো আর বোরখা বাদে অন্য কোথাও গেছো পারমিশন ব্যতিতো সোনা 😕
সেই দিন বুঝবা 😂
আমি কোন ঝাড়ের বাঁশ 🐸
২. প্রচুর হাসতে হবে
বাজার করতে গিয়ে এক লোক পড়ে গেল বন্ধুদের খপ্পরে।😒 তাদের সঙ্গে আড্ডা দিতে দিতে দেরি হয়ে গেল ।🥹
বাসায় ফিরলে বউ এখন চিল্লাচিল্লি করে পুরো বাড়ি মাথায় তুলবে, এই কথা ভেবে তার গলা শুকিয়ে সাহারা মরুভূমি।🥺
তো অজুহাত কী দেওয়া যায় ভাবতে ভাবতেই দারুন বুদ্ধি পেয়ে গেল।🙃
বাড়ির কাছাকাছি আসতেই বাজারের ব্যাগথেকে চিংড়ি নিচে ছেড়ে দিল।😏
বউ বাসা থেকে বের হয়ে সামনে আসতেই লোকটি চিংড়ি গুলোকে উদ্দেশ করে বললঃ- "হাঁট হাঁট জোরে হাঁট। তোদেরকে হাঁটিয়ে আনতেই তো এতো দেরি হয়ে গেল…"😁😆😂🤣
৩. বাঁচতে হলে হাসতে হবে
রাকিব: জান তুমি আর আগের মতো নাও, এখন অনেক চেঞ্জ হয়ে গেছো!🙁
মিম: কেনো কি হয়েছে?🤔
রাকিব: এখন তোমাকে কিস করলে চোখ বন্ধ করো না কেন?😒
মিম:: হা/রাম/জা/দা! যতবার আমি চোখ বন্ধ করি। ততবারই আমার পার্স থেকে ৫০০ টাকা উধাও হয়ে যায়! 🫤🐸
৪. শব্দ করে হাসতে মানা
একটি মেয়ে বাড়ি থেকে পালিয়ে তার পছন্দের পাত্রের সাথে বিয়ে করলো!🥹🫰🏻
-অবশেষে সাত দিন পর, যখন বাড়ি ফিরলো, মেয়ে কে সাত দিন পর দেখে...
বাবা: তুই যেদিন বাড়িথেকে পরিবারের মুখে চুনকালি মাখিয়ে গেছিস, সেদিন ই তুই আমার কাছে মারা গেছিস আমি ভুলে গেছি যে আমার কোনো মেয়ে আছে!😤😤
মা বললো: মা রে.. তুই এ কাজ কিভাবে করলি
যাওয়ার আগে আমারকথা এক বার ও মনে আসলো না তোর? সুখে থাকিস!🥲🥲
ভাই বললো: শোন, তুই মা বাবা কে কাদিয়ে কখনই সুখি থাকবি না তোকে আমার নিজের বোন ভাবতে আজ ঘৃনা করছে?🤬🤬
সব শুনে অবশেষে মেয়েটি বললো....
মেয়ে :আমি তোমাদের অপমান শুনব বলে এ বাড়িতে আসিনি..🫤🫤
-আমার নোকিয়া মোবাইলের চার্জারটা ভুলে ফেলে গিয়েছিলাম ওটা নিতে এসেছি!🙄🙄
৫. জীবনে প্রচুর হাসতে হবে
😳পৃথিবীতে এমন একটি 😳
বিচিত্র সাপ বাস করে😯😯 যার দেহ প্রতি সেকেন্ডে 0.5cm হারে বৃদ্ধি পায় 😳এবং ২০০সেকেন্ডে সাপটির
দৈর্ঘ্য হয় 1m🥺কিন্তু সব
থেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে
সাপটির মুখ তার শরীরের
কোনো অংশকে
স্পর্শ করে তাহলে সাথে
সাথে সাপটির মৃ/ত্যু হয়। 😲😲
এটিই পৃথিবীর একমাত্র
সাপ যার মৃ/ত্যু/র
জন্য সে নিজেই দায়ী। 🕴️🕴️
এই সাপটি খুঁজে পাওয়া যায়_NOKIA_মোবাইল গেমে।🙌😑
যা আমি আমার আব্বুর ফোন দিয়ে খেলতাম আগে,,,,,😌
"মনোযোগ সহকারে পড়ার জন্য ধন্যবাদ"!!🐸
৬. হাসতে হাসতে পেট ব্যাথা
আমার এক্স প্রায়ই বলতো, ওর পিছনে নাকি অনেক ছেলে ঘুরে। ওদের অনেক সম্পত্তি। 🥱
ওর দাদারা নাকি আগের যুগের জমিদার!
তাই আমার কাছে মাত্র ১০ লাখ 'যৌ"তুক' চাইতো আমাকে ভালোবাসে দেখে নাকি কম চেয়েছে!'😳
ওর বাসায় নাকি মেয়ের মায়েরা ২০/২৫ লাখ টাকা নিয়ে মেয়ে বিয়ে দেওয়ার জন্য বসে থাকে,
আমি অনেক লাকি আর ওর ভালোবাসার মানুষ তাই নাকি মাত্র ১০ লাখে আমায় বউ করে নিবে!🙂
যাকগে আমি এক পয়সাও দিতে পারবো না দেখে একমাস আগে ব্রেক আপ করে দেই। একটু ক"ষ্ট ও পাই..🥺😔
কিন্তু আসল কাহিনী হলো আজকে! আমাদের বাসায় ফ্রিজ ন/ষ্ট দেখে শোরুম থেকে 'মিস্ত্রি' পাঠিয়েছে। সেই মিস্ত্রিকে দেখে তো আমি শিহরিত!😳😳
ওমা দেখি জমিদার বংশের জমিদারের কোটিপতি পোলা আমাদের বাসায় ফ্রিজ ঠিক করতে এসেছে!🙂🙄
৭. বাঁচতে হলে- প্রচুর হাসতে হবে
ছাত্রীকে প্রাইভেট পড়ানো শেষে চলে আসার সময় বললাম, "তোমার সাথে আমার কিছু কথা ছিল, কিছু দিন ধরেই বলতে চাচ্ছি। কিন্তু কিভাবে যে বলি !"
ছাত্রী বললো, "কি বলবেন, বলেন,
কোন সমস্যা নেই"
আমি বললাম, "না থাক, আরেক দিন বলবো ।"
এরপর থেকে ছাত্রী প্রতিদিন পড়ানো শেষ হলে চলে আসার সময় জিজ্ঞেস করতো, "স্যার
আপনি না আমাকে কি যেনো বলতে
চেয়েছিলেন, আজকে বলেন!"
আমি এখনও উত্তর দেই, "আরেকদিন বলবো ।"
পঞ্চম দিনের মাথায় ছাত্রী জানালো, "স্যার, কালকে দুপুর বেলা পড়তে পারবনা, আমরা বেড়াতে যাব । ওখান থেকে সন্ধার সময় আসবো । সন্ধ্যার পরে পড়বো ।"
আমি বললাম, "আচ্ছা আমি সন্ধ্যার দিকেই আসবো ।"
পরদিন সন্ধ্যার সময় ওদের বাসায় গেলাম, গিয়ে তো আমি অবাক ! বাসা পুরো খালি, বাসায় ছাত্রী ছাড়া কেউ নেই ! আরও অবাক হয়ে লক্ষ্য
করলাম ,যে ছাত্রী সারা বছর সেলোয়ার কামিজ পরে, সে আজকে সুন্দর করে সেজে গুজে শাড়ি পরেছে ! একেবারে কড়া সাজ দিয়েছে ! এমনিতেই
তো মেয়েটা অনেক সুন্দর, সাজার
কারনে আজকে আরও বেশী সুন্দর
লাগছে ।
আমি জিজ্ঞেস করলাম, "তোমার পরিবারের লোকজন কই ?? তাদের কে দেখছি না কেনো?
লাজুক হেসে ছাত্রী জবাব দিলো, "সন্ধ্যার দিকে বাড়ির সবাই মিলে মামাতো বোনের জন্মদিনে গেছে !
সবার আসতে আসতে রাত ১১ টা বেজে যাবে। আমি বলেছি আমার শরীর খারাপ লাগছে, আমি যেতে পারবো না, মিথ্যে বলে তাদেরকে পাঠিয়ে দিয়েছি !"
আমি বললাম, "আর আমাকে মিথ্যে
বলেছ যে দুপুরে তোমরা বেড়াতে যাবে ! এত মিথ্যে কথা শিখে গেছো ?!"
আমার কথা শুনে ছাত্রী খিল খিল
করে হাঁসতে লাগলো । বললো, "আপনার জন্যই তো এমন করলাম।
আপনি অনেক দিন ধরেই আমাকে কী যেনো একটা বলতে চাইছেন! অথচ লজ্জায় বলতে পারছেন না! আজকে বাসায় কেউ নেই, আজকে বলেন স্যার । কি বলতে চান ???"
আমি বললাম, "আসলে তোমাকে কথাটা কিভাবে যে বলি ! আমার
লজ্জা করছে । কিছু মনে করবে না
তো ?"
ছাত্রী বললো, "আপনার যা খুশি বলতে পারেন। আমার কোনো সমস্যা নেই, আমি কিছুই মনে করবো না । আপনার মনের কথাটা শোনার জন্যই তো আজকে সন্ধ্যার
দিকে আসতে বলেছি !"
আমি বললাম,"আসলে কথাটা হচ্ছে …
না থাক তুমি যদি ভুল কিছু মনে করো !"
ছাত্রী বললো , "প্লীজ স্যার বলেন, আমি কিছুই মনে করবো না ।"
বলেই গভীর দৃষ্টিতে আমার চোখের
দিকে তাকিয়ে রইলো !
আমি বললাম, "মানে কথাটা হচ্ছে
ইদানিং হাতটা খুব টানা টানি যাচ্ছে । তোমাদের এখানে প্রায় তিন মাসের বেতন আটকে আছে
সমাপ্ত