বাবার ভালোবাসা ও জীবন | বাবা মানে এক অসমাপ্ত গল্প

 বাবা নিয়ে লেখা

বাবা যেন এক নিরব নদী—চলতেই থাকে, কখনও বিরক্ত হয় না।

তাঁর চোখে যতই কঠোরতা থাকুক, বুকের ভেতর থাকে অগাধ ভালোবাসার দরিয়া।

আমরা সেই দরিয়ায় ডুব দিতে দেইনি, শুধুই উপকূলে হেঁটে গেছি।

বাবা মানে এক অসমাপ্ত গল্প

বাবাকে নিয়ে স্ট্যাটাস

বাবার হাতে ধরে হাঁটতে হাঁটতেই বুঝেছিলাম,

জীবনে নিরাপত্তা মানে একটা শক্ত হাত, যা সবসময় পেছনে থাকে।

আজ সেই হাত নেই, তাই পায়ের নিচের মাটিও কেমন যেন নরম লাগে।

বাবা নিয়ে স্ট্যাটাস

আবেগ দেখাতে পারিনি কখনো, তাই হয়তো বাবা বুঝেনি আমি কতটা ভালোবাসতাম।

আর আজ যখন বলার মতো কেউ নেই, তখন প্রতিদিন সেই না-বলা কথার ভার টানি।

বাবা নিয়ে ক্যাপশন

ছোটবেলায় যখন কান্না করতাম, বাবা বলতেন—“আমি আছি তো”

এখন কান্না থামাতে কেউ নেই, শুধু বাবার সেই কথাগুলো কান পেতে শুনি।

বাবাকে নিয়ে কিছু কথা

যে মানুষটা নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে আমাদের স্বপ্নে রঙ দিতেন,

তাঁকে আমরা কখনো স্বপ্নের মানুষ ভাবতেও পারিনি,

ভাবতাম—বাবা তো বাবা-ই, সব পারে।

বাবাকে মিস করা নিয়ে স্ট্যাটাস

একটা সময় ছিল—প্রতিদিন সন্ধ্যায় বাবা আসার শব্দে দরজা খুলতাম,

এখন প্রতিদিন সেই শব্দেরই প্রতীক্ষায় থাকি, যেটা আর কোনোদিন ফিরে আসবে না।

বাবাকে নিয়ে কষ্টের স্ট্যাটাস

সবাই বলে—সময় সব ভুলিয়ে দেয়,

কিন্তু বাবা হারানোর যন্ত্রণাটা সময় শুধু একটু নীরব করে দেয়, ভুলিয়ে দেয় না কখনো।

বাবা নিয়ে উক্তি

বাবা মানে এক অসমাপ্ত গল্প,

যে নিজের অধ্যায় শেষ করে আমাদের জীবনের বইটা পূর্ণ করে যায়।

বাবাকে নিয়ে স্ট্যাটাস বাংলা

বাবাকে হারানোটা এমন এক অনুভব,

যেখানে প্রতিটি হাসির পেছনে লুকিয়ে থাকে অজস্র চোখের জল।