চালাক বউ বনাম বুকা জামাই
রহিমের বিয়ে হয়েছে মাত্র ৬ মাস হলো। বউ রেহানার চালাকি এমন লেভেলের যে গ্রামের সব মহিলা এসে তার কাছ থেকে আইডিয়া নেয়, আর রহিম সেই লেভেলের বুকা যে দোকানদারও তাকে ঠকাতে লজ্জা পায়।
একদিন রহিম বাজার থেকে একটা মুরগি কিনে আনলো। ঘরে ঢুকেই বলে উঠলো—
👉 “এই শোনো, আজকে আমি দারুণ সস্তায় মুরগি কিনে আনছি। সবাই বোকা, আমি খুব চালাক।”
বউ রেহানা হেসে বললো—
👉 “সস্তায়? কয় টাকা দিছো?”
👉 রহিম গর্ব করে বললো— “এক কেজির দামে দেড় কেজি!”
বউ হাঁ করে তাকিয়ে রইলো। তারপর মুরগি হাতে নিয়ে দেখে, আসলে অর্ধেক মুরগির হাড় ছাড়া কিছুই নেই। বউ সাথে সাথে বলে উঠলো—
👉 “হায় আল্লাহ, এ তোকে সস্তায় না, তোকে তো দোকানদার ফ্রি-তে বোকা বানাইছে!”
রহিম তখনও গম্ভীর ভঙ্গিতে বলে—
👉 “না রে, আমি খুব চালাক! দোকানদারকে ধোঁকা দিয়ে আসছি।”
বউ হেসে বলে—
👉 “আচ্ছা, তুই ধোঁকা দিয়ে আসছিস, না দোকানদার ধোঁকা দিয়ে আসছে—এইটা এখনো তুই ধরতে পারিস নাই।”
আরেকদিন রেহানা রহিমকে বলে—
👉 “শোনো, বাজারে গিয়ে আধা কেজি আলু আনবা।”
রহিম গেলো। আধা ঘণ্টা পর ফিরে এলো, হাতে একটা ডিম।
বউ চিৎকার—
👉 “এইটা কি আনছিস?”
👉 রহিম: “তুমি বলছো—আধা কেজি আলু আনতে। দোকানদার বললো, আধা কেজির আলুর দামে একটা ডিম পাবি, তাই ডিম আনছি।”
বউ মাথায় হাত দিয়ে বললো—
👉 “তোরে যদি দোকানদার বলে আধা কেজি আলুর দামে একখান ইঁদুর দে, তুই ওইটাই আনবি?”
রহিম শান্তভাবে বললো—
👉 “হুম, যদি রান্না করা যায়।”
সবচেয়ে বড় কাহিনী ঘটলো একদিন।
বউ রেহানা জামাইকে দিয়ে ঘর ঝাড়ু দিতে দিলো। রহিম ঝাড়ু হাতে নিয়ে ঝাড়ু দিতে দিতে গান গাইছে—
👉 “আমি রাজা, আমি বাদশা, আমার বউয়ের কোন ভাষা…”
বউ হেসে বললো—
👉 “আচ্ছা, তুই রাজা হলে আমি কি?”
👉 রহিম বললো— “তুমি আমার রানী।”
👉 বউ বললো— “রানী তো রাজাকে চালায়, তাহলে রাজা না, তুই আসলে রাজভৃত্য।”
রহিম চুপচাপ হয়ে গেলো। তারপর একটু ভেবে আবার বললো—
👉 “আচ্ছা, আমি যদি রাজভৃত্য হই, তাহলে তুমি রানী নও, তুমি আসলে রাজমাতা।”
বউ তখন ঝাড়ু ছুঁড়ে মেরেই বললো—
👉 “চুপ কর ব্যাটা, আমাকে বুড়ি বানাইলি নাকি!”
শেষের মহা কান্ড
একদিন গ্রামের সবাই রহিমকে নিয়ে হাসাহাসি করছিলো—“তোর বউ চালাক, তুই বুকা।”
রহিম রাগ করে বাসায় এসে বউকে বললো—
👉 “শোনো, আজ থেকে আমি প্রমাণ করবো আমি বুকা না!”
বউ মুচকি হেসে বললো—
👉 “আচ্ছা, ঠিক আছে। প্রমাণ করো। কিন্তু আগে যাও রান্নাঘর থেকে লবণ আনো।”
রহিম খুশি হয়ে গেলো। ভেবেছে এইবার কোনো ভুল করবে না। রান্নাঘরে গিয়ে এক মুঠো লবণ মুখে নিয়ে এলো, আর হাসিমুখে বললো—
👉 “দেখো, এইবার ভুল করি নাই!”
বউ দুই হাত দিয়ে মাথা চাপড়ে চিৎকার দিলো—
👉 “হায় আল্লাহ! এমন বুকা জামাই পাইছি, হাসতে হাসতে আমার দাঁত পড়ে যাবে।”
শিক্ষা(?)
চালাক বউ থাকলে বুকা জামাই কখনো রাজা হতে পারে না, কিন্তু হাসির খোরাক সারাজীবনের জন্য তৈরি হয়ে যায়। 😁