নায়ক শাকিব খান
ছবি সহ
শাকিব খান (জন্ম 28 March 1979 সালে ) বয়স ৪৩ বছর। তার চলচ্চিত্র জীবনে পা রাখা প্রথম ছবি অনন্ত ভালবাসা। (1999) সালে সাকিব খান এই ছবি দিয়ে অভিনয় জীবন শুরু করে। অনন্ত ভালবাসা ছবির পরিচালক ছিলেন। সোহানুর রহমান সোহান, যার মাধ্যমে তিনি এখন বাংলার কিং হয়েছেন।
সাকিব খান
সাধারণ মানুষ থেকে ঢালিউড কিং সাকিব খান।
সাকিব খান হলে ও তার আসল নাম হচ্ছে (মাসুদ রানা) বাড়ি ও জন্মস্থান রাঘদী, মুকসুদপুর, গোপালগঞ্জ, বাংলাদেশ। চলচ্চিত্রে এসেছেন (১৯৯৯) সালে। তার পেশা হিসেবে বেছে নেন অভিনয়কে, এবং সফল হয়ে ঢালিউড কিং, সাকিব খান নামে পরিচিত লাভ করেছেন। তার পরে একে অনেক ছবি উপহার দিয়েছেন দর্শকদের।
শাকিব খানের পরিবারের ছবি
ছবি সহ
মাসুদ রানা ওরফে সাকিব খানের বাবা মায়ের নাম।
বাবার নাম হচ্ছে (আব্দুর রব)
মায়ের নাম হচ্ছে (নুরজাহান বেগম)
বাড়ি মুকসুদপুর, গোপালগঞ্জ,
শাকিব খানের স্ত্রী কে
ছবি সহবিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন (2008) সালের দিকে, এবং তাদের একজন ছেলে সন্তান ও আছে।
যার নাম হচ্ছে (আব্রাম খান)
স্ত্রী নাম হচ্ছে (অপু বিশ্বাস) তিনি ও একজন ঢালিউড নায়িকা। তারা স্বামী স্ত্রীর মিলে অনেক ছবি দর্শকদের উপহার দিয়েছেন, তার কোন হিসাব নেই। এবং 2017 এসে এই দুজন ঢালিউড মভি কিং বিবাহ বিচ্ছেদ করে। বিবাহ বিচ্ছেদ ঘটার পর তিনি তার পেশা থেকে সরে যানি। এক এক করে তার ভক্তদের নতুন নতুন ছবি গুলো উপহার দিয়েছেন।
শাকিব খানের মোট সম্পত্তি
বর্তমানে তার সম্পদের পরিমাণ ৩০০ কোটি পেরিয়ে। তার পর অনেক খবরাখবর দেখা যায়। তার থেকে ও অনেক বেশি। সাকিব খান এক ছবিতে কত টাকা নেয় বা আয় করেন। ৬০ থেকে ২০ লখ টাকা নিয়ে থাকেন। এবং তার মভি গুলো অন্য সব নায়কদের থেকে আলাদা হয়ে থাকে। এই জন্য তার জনপ্রিয়তা ও বেশি হয়ে থাকে। সাকিব খান ভারত কলকাতা থেকে ও অনেক ছবির অফার পেয়েছেন এবং ৫ থেকে ৬টি সিনেমা করেছেন ও।
শাকিব খান সিনেমা
ছবি সহ
কলকাতায় করা সিনেমার লিস্ট, (শিকারি ২০১৬) থেকে শুরু করে (নবাব ২০১৭) তার পরে (নাকাব ২০১৮) ও (ভাইজান এলো রে ২০১৮) আবার ও ২০১৮ (চালবাজ ২০১৮)
সিনেমা গুলো ইংরেজি নাম।
Shikari 2016, Nabab 2017, Naqaab 2018, Bhaijaan Elo Re 2018, Chalbaaz 2018,