ইলিশ মাছের দাম ও কোথায় বেশি পাওয়া যায় | ইলিশ মাছের ছবি ২০২৫

ইলিশ মাছের ছবি

ইলিশ মাছের ছবি

বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। সামুদ্রিক মাছ হিসেবে পরিচিত এই মাছ, আমরা বাঙালি জাতির খুব প্রিয় এই মাছ। ইলিশ মাছের দাম বেড়েছে বলে কি? বাঙালি ইংলিশ খায়না? অবশ্যই খায়। পহেলা বৈশাখে বেশি ভাগ মানুষই ইংলিশ মাছ খেয়ে তাকে।

বাংলাদেশ ও ভারতের সামুদ্রয় গুলোতে দেখা যায় এই মাছ, লবণাক্ত জলের মাছ বা সামুদ্রিক মাছ এই ইলিশ। বেশিরভাগ সময় তাদের বাংলাদেশ সমুদ্র সিমান্তরে দেখা যায়। তাই ইন্ডিয়া থেকে বেশি জনপ্রিয় বাংলাদেশে এই মাছ।

বাংলাদেশের কোন অঞ্চলে বেশি ইলিশ পাওয়া যায়

বাংলাদেশের কোন অঞ্চলে বেশি ইলিশ পাওয়া যায়

পদ্মায় প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ে, অন্যান্য নদী থেকে ইলিশ পাওয়া গেলে ও পদ্মায় একটু বেশি পাওয়া যায়। এজন্য ধরে নিয়া যায় পদ্মায় বেশি ইলিশ পাওয়া যায়। অন্যান্য নদীতে ও পাওয়া, যেমন‌ মেঘনা এবং গোদাবরী ও পাওয়া যায় ইলিশ।
গোদাবরী ইলিশ মাছ গুলো ডিমে বেশি পরিচিত। বাংলাদেশ ইলিশ পাওয়া গেলে ও তার দাম অনেক, তাই অনেকে বলে ভালো জিনিস এর দাম একটু বেশি ঐ থাকে ।

ইলিশ মাছের দাম ২০২৫

ইলিশ মাছের দাম ২০২৫

ইলিশ মাছের দাম বাড়ার কারণ হচ্ছে, এখন নদী ও সমুদ্র সৈকতে ইলিশের আমদানি খুব কম।
এই জন্য ইলিশ মাছ গুলো বাজারে খুব কমই দেখা যাচ্ছে, তার জন্য দাম ও ভারানো হয়েছে।
বর্তমানে দাম হচ্ছে (৫৫০শ) থেকে শুরু করে (১৪৫০শ) পর্যন্ত বাজারে বিক্রি হচ্ছে, এবং বিভিন্ন জাতের ইলিশ বিভিন্ন দামে।