বাসর রাতে নতুন জামাই খুব রোমান্টিক মুডে আছে।
বউ একেবারে সিরিয়াস মুখে চুপচাপ বসে।
জামাই হঠাৎ করে চোখ টিপ মেরে বললো—
👉 “বউ, I love you 🥰🥰”
বউ মাথা চুলকে উত্তর দিলো—
👉 “এটা খায় নাকি মাথায় দেয়?”
জামাই থমকে গেলো।
👉 “মানে??”
বউ একেবারে বিজ্ঞানীর মতো ব্যাখ্যা করতে লাগলো—
👉 “মানে I love you খাওয়া যায় না। খেলে তো পেট খারাপ করবে। 🤢 আবার মাথায় দিলে তো চুল পড়ে যাবে। তাই I love you আমার কোনো দরকার নাই।”
জামাইয়ের কাণ্ড
জামাই একেবারে ভ্যাবাচ্যাকা খেয়ে গেলো।
চোখ বড় বড় করে বললো—
👉 “আচ্ছা তাইলে বাসর রাতে তুমি আমারে কী খাওয়াবে?”
বউ বললো—
👉 “তুমি ভাত খাও, ডাল খাও, ভর্তা খাও, পোলাও খাও, কিন্তু I love you খেও না, ওটা হজম হবে না।”
জামাই ঠোঁট কামড়ে চুপ।
কিছুক্ষণ পরে রোমান্টিক ভঙ্গিতে আবার বললো—
👉 “আচ্ছা ঠিক আছে, I love you খাওয়া যাবে না। তাইলে একটু মাথায় রাখি।”
বউ তৎক্ষণাৎ হেসে উত্তর দিলো—
👉 “আরে ধুর, মাথায় রাখলে টাক পড়ে যাবে! তখন আমাকে নিয়ে বাজারে গেলে সবাই বলবে, এই যে আমার টাকলা জামাই আসছে।” 😂
চরম হাসির মোড়
জামাই এবার কষ্টের সুরে বললো—
👉 “মানে বউ, তোমাকে তো ভালোবাসা দিবো, সেটা কোথায় রাখবো?”
বউ মজা করে বললো—
👉 “ভালোবাসা যদি দিতেই চাও, তাহলে গ্যাসের চুলার পাশে রেখে দাও, খিচুড়ি রান্না করতে কাজে লাগবে। 😁”
জামাই হতবাক!
👉 “ভালোবাসা দিয়ে খিচুড়ি বানাইয়া মানুষ বাঁচে নাকি?”
বউ বললো—
👉 “তুমি জানো না? মানুষ ভাত না খেলে মরে, কিন্তু I love you না শুনলেও দিব্যি বাঁচে।”
জামাইয়ের বেহুঁশ
এতক্ষণে জামাই পুরোপুরি কাবু।
চোখ উল্টে একেবারে বেডে শুয়ে পড়লো।
বললো—
👉 “বউ, তুমি তো আমার জীবন শেষ করে দিবে। I love you বললাম, আর তুমি বানালে খাবারের রেসিপি!”
বউ হাঁসি চাপতে না পেরে জোরে হেসে উঠলো।
👉 “আচ্ছা আচ্ছা, এত সিরিয়াস হইস না। তুমি চাইলে আমি তোমাকে I love you বলবো।”
জামাই আবার খুশি হয়ে উঠলো।
“আচ্ছা বলো তো!”
বউ একেবারে গলা চড়িয়ে নাটকীয় ভঙ্গিতে বললো—
👉 “I love you … কই গেছো শালা চাবি, আলমারি বন্ধ হয়ে গেছে!”
জামাই আবার 😑😫😫 হয়ে গেলো।
🌟 গল্পের শিক্ষা
সব জামাইদের জন্য শিক্ষা —
বাসর রাতে I love you বলতে গেলে আগে দেখে নাও, বউটা রোমান্টিক নাকি কিচেনের লাড্ডু। নইলে I love you দিয়ে তোমাকে চুল পড়া আর খিচুড়ির থিওরি শোনানো হবে। 😂
