সাকিব খান কি সত্যি বুবলির সন্তানের বাবা | সকল তথ্য গুলো জেনে নিন

সাকিব খান

সাকিব খান
এক এক করে সাকিব খানের স্ত্রী সন্তান গুলো বেরি আসছে মিডিয়ার সামনে। প্রথম স্ত্রী অপু বিশ্বাস ও ছেলে (আব্রাম খান) পরে দৃতীয় স্ত্রী শবনম বুবলি ও ছেলে (শেহজাদ খান বীর)। ২০১৮ সাথে সাকিব ও অপু বিশ্বাস এর বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। তখন সাকিব খানের সঙ্গে বুবলির সম্পর্কের কথা অপু বিশ্বাস যেনে যায়, তখন সাকিব ওশিকার করেছিলেন, তাদের সম্পর্কের কথা। পর পর ঐ অপু বিশ্বাস এর সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে।

এখন বর্তমানে ২০২২ এর শেষে আসল ঘটনা বেড়িয়ে আসে, সাকিব খান তার ছেলে আব্রাম খান, জয়ের জন্ম দিন‌ের পার্টির কিছু ছবি সহ স্ট্যাটাস দেন। তা শবনম বুবলির নজরে আসলে, তখন তিনি রেগে গিয়ে। তার প্রেগনেন্স সময়ের কিছু ছবি সহ, সাকিব এর সাথে অন্তরঙ্গ কিছু ছবি ফেসবুকে পোস্ট করেন। আর তার পরে পুরো মিডিয়ায় তা সারা ফেলে, এবং রাতা রাতি বাইরাল হয়। পরে সাংবাদিকদের সমস্ত কিছু খুলে বললেন নায়িকা বুবলি।
সাকিব খান

উপরের ছবিটি পুরো মিডিয়া গুলোতে প্রচার হয়, বুবলি প্রেগনেন্স সময়ের ছবি সহ বিস্তারিত তথ্য গুলো সাংবাদিক দের জানায়, পরে সাকিব খান ও তা শিকার করতে বাধ্য হয়।
সাকিব খান সাংবাদিকদের জানান, ভালো একটা দিন দেখে চেয়ে ছিলাম? বুবলির সাথে আমার সম্পর্কের কথা গুলো মিডিয়ায় জানাতে: কিন্তুু তার আগেই এসব ঘটে গেছে।

সাংবাদিকদের হাজারো প্রশ্নের উত্তরে:
সাকিব খান বলেন, আমি একজন বড় অভিনেতা, এসব আমার সাথে না ঘটলে, আমার অভিনয় করার মানে কি, এসব ঘটা স্বাভাবিক, এইটা নিয়ে এতো মাতামাতি করার কি আছে।

সাকিব খান

এবার নতুন করে আরো তথ্য ফাঁস হলো, নায়িকা পূজা চেরির সাথে সাকিব খান এর সম্পর্কের । আগের সবাইকে বাদ দিয়ে পূজা চেরির সঙ্গে নতুন কিছুর চেষ্টা করছেন, বলে জানা গেছে। এমন তথ্য গুলো প্রথম বিশ্বাস না হলে ও পরে ঠিক এমনই ঘটে । যেমন ঘটেছিল, অপু বিশ্বাস ও শবনম বুবলির বেলায়।

নায়িকা পূজা চেরির সাথে সম্পর্ক আছে এটা একদম নিশ্চিত, কারণ তাদের মধ্যে এমন মেলা মেশা দেখে, বুঝাই যায় নায়িকা পূজা চেরির, শাকিব খানকে পছন্দ করেন। কিছু দিন পর হয়তো তাদের ও বিয়ের খবর বের হয়ে।